ফাইল: ছবি লালমনিরহাটে কয়েক হাজার পরিবার পানি বন্দি ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০ লালমনিরহাট সংবাদদাতা: লালমনিরহাটে বন্যা পরিস্থিতি সামান্য উন্নতি হলেও নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা এখনও পানির নীচে তলিয়ে আছে। আবারও শুরু হয়েছে টানা বর্ষণ। ফলে যেকোনো সময় বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। অপরদিকে তলিয়ে যাওয়া ভুট্টা, বাদাম, সবজী ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় চরাঞ্চলের কৃষক। তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে বন্যার পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ভারি বর্ষণ অব্যাহত থাকায় যেকোনো সময় পানি আবার বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভুলুয়া/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ৩২০ শেয়ার করুন প্রাকৃতিক দূর্যোগ শেয়ার করুন