লিবিয়ায় মানবপাচার চক্রের সদস্য সামাদ গ্রেপ্তার ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০ মেহেরপুর সংবাদদাতা: মেহেরপুর গাংনী থেকে লিবিয়ায় মানব পাচারকারী চক্রের সদস্য আব্দুস সামাদ আজাদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। সোমবার (১৪ জুন) ভোরে উপজেলা ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়। সামাদ ধানখোলা ইউপির কসবা মোল্লাপাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে ভোলাডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। তার নামে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় মানব পাচারের অভিযোগে মামলা রয়েছে। সিআইডির ওসি হাসান ইমাম জানান, আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য সামাদ ভোলাডাঙ্গায় তার শ্বশুর বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি লিবিয়ায় মানব পাচারকারীদের কাছ থেকে অপহরণের পরে গুলিতে ২৬ জন বাংলাদেশি নিহত ও আহত হন ১১ জন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামাদ ওই চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। তিনি বলেন, অবৈধভাবে বাংলাদেশ থেকে লিবিয়ায় বিভিন্ন উপায়ে মানব পাচার করেন সামাদ। তিনি আলমডাঙ্গা থানায় দায়ের হওয়া মানব পাচার প্রতিরোধ ও দমন আইন মামলার এজাহারনামীয় আসামি। ভুলুয়া বাংলাদেশ/এমএএইচ পোস্টটি দেখা হয়েছে- ১৩৮ শেয়ার করুন অপরাধ শেয়ার করুন