শার্শায় নিষিদ্ধ কারেন্টজাল বিক্রির দায়ে জরিমানা আদায় শার্শায় নিষিদ্ধ কারেন্টজাল বিক্রির দায়ে জরিমানা আদায় ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০ এসএম স্বপন (বেনাপোল প্রতিনিধি): যশোরের শার্শায় নিষিদ্ধ কারেন্টজাল বিক্রির দায়ে দুই দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী উপজেলার বাগআঁচড়া বাজারের ভাই ভাই স্টোর ও লাকী স্টোর নামে দুই দোকানীকে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি। এ সময় তাকে সহায়তা করেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা ও পুলিশ সদস্যরা। তিনি বলেন, বর্ষার পানি বাড়ায় খাল বিলে মাছ ছড়িয়ে পড়েছে। কারেন্টজাল ব্যবহার সম্পূর্ন নিষিদ্ধ। তাই আপনারা এর বদলে খেপলা জাল বা বর্শি ব্যবহার করে মাছ ধরুন, তাতে কোন সমস্যা নেই। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ২৪৩ শেয়ার করুন আইন আদালত শেয়ার করুন জরিমানাভ্রাম্যমাণ আদালতযশোর-শার্শা