শার্শায় ফেনসিডিল’সহ দুই নারী মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

এসএম স্বপন (বেনাপোল প্রতিনিধি): যশোরের শার্শা উপজেলা থেকে ১১০ বোতল ফেনসিডিল’সহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার সাতক্ষীরা-নাভারণ সড়কের আমতলা এলাকা থেকে তাদের আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

আটককৃতরা হলেনন- সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার সাতপুর গ্রামের শুভ আহমেদের স্ত্রী জুলেখা বেগম (২৫) ও একই গ্রামের আব্দুল্লাহর স্ত্রী আকলিমা খাতুন খাদিজা (২৬)। বর্তমানে তারা বেনাপোল পোর্ট থানার তালসারী গ্রামে বসবাস করছেন।

পুলিশ জানিয়েছেন, গোপন সংবাদে সাতক্ষীরা নাভারণ সড়কের আমতলা এলাকা থেকে অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিল’সহ তাদের আটক করা হয়।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার  ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে  তাদেরকে যশোর আদালতে  পাঠানো হবে।

 

ভুলুয়াবিডি/এএইচ

নিউজটি শেয়ার করুন।