শার্শায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা আদায়

শার্শায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা আদায়

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০

এসএম স্বপন (বেনাপোল প্রতিনিধি): যশোরের শার্শায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শাহিন হোসেন (৪০) নামে এক অবৈধ বালু উত্তোলনকারীকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার নিজামপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি। শাহিন বসন্তপুর গ্রামের মৃত: রবিউল ইসলামের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে এ জরিমানা করা হয়েছে। এ সময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহারিত যন্ত্রপাতি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

ভুলুয়াবিডি/এএইচ

নিউজটি শেয়ার করুন।