শার্শায় গাঁজা'সহ আটক ২ শার্শায় গাঁজা’সহ আটক ২ ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০ এসএম স্বপন (বেনাপোল প্রতিনিধি): সক্রিয় বেনাপোল শার্শা সীমান্তের মাদক ব্যবসায়ীরা। কিছুতেই থামছে না তাদের মাদকের ব্যবসা। করোনাকালীন (কোভিড-১৯) সময়ে তারা দেদারসে চালাচ্ছে মাদকের কারবার। বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাতে তিন কেজি ভারতীয় গাঁজা সহ মিলন মিয়া (২৫) ও সোহাগ হোসেন (২৬) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন ঘিবা গ্রামের আব্দুল মজিদের ছেলে মিলন ও আবু বক্করের ছেলে সোহাগ। বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, বুধবার রাতে মাদক পাচারের গোপন সংবাদে বাগআঁচড়ার টেংরা মাকলার বিল এলাকায় পাঁকা রাস্তার ওপর থেকে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ২৩৬ শেয়ার করুন অপরাধ শেয়ার করুন আটকগাঁজা উদ্ধারবেনাপোল-শার্শা