ফাইল: ছবি শার্শায় পুলিশ কনস্টেবল’সহ ৪ জন করোনায় আক্রান্ত ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০ এসএম স্বপন(যশোর)অফিস: যশোর শার্শা ও বেনাপোলে এক পুলিশ কনস্টেবল’সহ ৪ জনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে শার্শা উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০ জন। বুধবার (২৪ জুন) বেলা ১২ টার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে এই ৪ জনের করোনা আক্রান্তের রিপোর্ট পেয়েছি বলে জানিয়েছে, শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী। আক্রান্তদের মধ্যে রয়েছে, বেনাপোল চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশনে কর্মরত এক কনস্টেবল, বেনাপোল নারায়নপুর গ্রামের এক বাসিন্দা। বাকি দু’জন শার্শা উপজেলার উলশি ইউনিয়নের বাসিন্দা। জানা গেছে, করোনা আক্রান্তরা স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন। পাশাপাশি ওই সব এলাকা ভিত্তিক লকডাউন করা হবে বলে জানান ইউসুফ। ভুলুয়াবিডি/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ২৩২ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন