শার্শায় মাদক’সহ প্রাইভেটকার জব্দ

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, জুন ১, ২০২০

এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের শার্শায় মাদকসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।সোমবার (১ জুন) ভোর রাতে উপজেলা পান্তাপাড়া গ্রাম থেকে পুলিশ মাদক দ্রব্যসহ প্রাইভেটকারটি জব্দ করে।

পুলিশ জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে শার্শা থানার সাব-ইন্সপেক্টর সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা পান্তাপাড়া গ্রামে অভিযানকালে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ১২- ৪১৩১) ধাওয়া করলে গ্রামের পশ্চিমপাড়ায় জামে মসজিদের ফেলে মাদক ব‍্যবসায়ীরা পালিয়ে যায়।

পরে সেখান থেকে প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে আসে। পরে প্রাইভেটকার তল্লাশি করে ১৬ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩ পিচ ইয়াবা ট‍্যাবলেট উদ্ধার করে।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, মাদকদ্রব্যসহ একটি প্রাইভেটকার জব্দ করা করা হয়েছে। এবং মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ভুলুয়া বাংলাদেশ/এএইচ