শিমুলিয়া ঘাটে তিন শতাধিক ছোট গাড়ী পারাপারের অপেক্ষায় ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২০ মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ আজ মঙ্গলবার সকাল থেকে যাত্রীরা দক্ষিণবঙ্গে যে যার নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে ছুটছেন। শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে দক্ষিনবঙ্গমুখী ঈদ ঘরমুখী মানুষের চলাচল অব্যাহত রয়েছে। দেখা গেছে, এ সময় ছোট ছোট প্রাইভেটকারেরও চাপ বৃদ্ধি পেয়েছে। পারাপারের অপেক্ষায় ঘাটে রয়েছে তিন শতাধিক ছোট ছোট যান। মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ সিরাজুল কবির জানান, সকাল থেকে ৯টি ফেরি চলাচল করছে। যাত্রীরা বিভিন্ন প্রকার যান বাহনে ঢাকা থেকে ভেঙে ভেঙে শিমুলিয়া ঘাটে এসে পৌঁছছে। এখান থেকে নির্বিঘ্নে ফেরি দিয়ে পার হয়ে যাচ্ছে। তবে যাত্রীর চাপ আগের মত নেই। যাত্রীর চাপ না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নির্বিঘ্নে কাজ করতে পারছে। সকাল থেকে ছোট গাড়ীর চাপ রয়েছে। পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় তিন শতাধিক ছোট ছোট গাড়ী। ভুলুয়া বাংলাদেশ/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ৬০ শেয়ার করুন ফিচার শেয়ার করুন