সিরাজগঞ্জে বাস চাপায় কিশোরের মৃত্যু ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জুন ২, ২০২০ সিরাজগঞ্জ সংবাদদাতা: জেলার শাহজাদপুরে দূরপাল্লার একটি বাসচাপায় ভ্যানের আরোহী মা-বাবা ও ছোট বোনকে হারাল হতভাগ্য এক কিশোর। এই দুর্ঘটনায় গুরুতর আহত হন শুভ সূত্রধর নামের ওই কিশোরও। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় উপজেলার সরিষাকোলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাবা কানছু সূত্রধর (৪০), মা আন্না রানী সূত্রধর (৩৫) ও তাদের মেয়ে সীমা রানী সূত্রধর (৭)। তারা উপজেলার বাদলবাড়ি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মৃত কানছু সূত্রধরের ছেলে শুভ সূত্রধরকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় উল্লাপাড়ার বালসাবাড়ি থেকে অটোভ্যানযোগে কানছু সূত্রধর পরিবার নিয়ে শাহজাদপুরের নিজ বাড়িতে ফেরার পথে সরিষাকোল কবরস্থানের কাছে পৌঁছলে পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী আন্না রানী সূত্রধর এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহতদের নেয়া হলে কানছু ও মেয়ে সীমা মারা যায়। এ ঘটনায় এলাকাজুড়ে শোক বিরাজ করছে। ভুলুয়া বাংলাদেশ/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ৩৪২ শেয়ার করুন সড়ক দুর্ঘটনা শেয়ার করুন