সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২০ ছুরিকাঘাতে আমির হোসেন নামে এক যুবক সিলেটের সুবিদবাজারে খুন হয়েছে। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৯ টার দিকে স্থানীয় পল্লবী কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আমির হোসেন নগরীর তালতলা থেকে নিজের বাইসাইকেল নিয়ে নিজ বাড়ি টুকেরবাজারের ইনাতাবাদে ফির ছিলেন। সুবিদবাজারের কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছা মাত্র কয়েকজন যুবক তার পায়ে ও পেঠে ছুরিকাঘাত করে। এরপর গুরুতর আমিরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) জেদান আল মুছা জানান, পুর্ব শত্রæতার জের ধরে আমির হোসেনকে খুন করা হতে পারে। পুলিশ তদন্ত করছে। নিহত আমির হোসেনের পিতা সুলতান মিয়া। আগে নগরীর কাজির বাজারের তোপখানা এলাকায় বসবাস করতেন। ভুলুয়া বাংলাদেশ/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ১৫৭ শেয়ার করুন অপরাধ শেয়ার করুন