সিলেটে বাসচাপায় ৫ জন নিহত সিলেটে বাসচাপায় ৫ জন নিহত ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২০ সিলেট সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে বাসচাপায় প্রাইভেটকারে থাকা পাঁচজন নিহত হয়েছেন। আহত হন একজন। শুক্রবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে বরায়া চাঁনপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিক হতাহতদের নামপরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, ভোরে কুমিল্লা টান্সপোর্টের একটি বাসের সঙ্গে সিলেটগামী প্রাইভেটকারটির (চট্ট মেট্রো-গ ১১-১৯২০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকার থেকে পাঁচজনের লাশ উদ্ধার করে। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যায়। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ৩১২ শেয়ার করুন সড়ক দুর্ঘটনা শেয়ার করুন সড়ক-দুর্ঘটনা