সূবর্ণচরে হত্যার ৫ মাসেও গ্রেফতার হয়নি প্রধান আসামি! সূবর্ণচরে হত্যার ৫ মাসেও গ্রেফতার হয়নি প্রধান আসামি, নিরাপত্তাহীনতায় পরিবার ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০ নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা সূবর্ণচরে আমেনা বেগমকে (৫৫)নৃশংসভাবে হত্যার ৫ মাসেও গ্রেফতার হয়নি মূল আসামি।প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সোমবার (২৮ ডিসেস্বর) দুপুরে সূবর্ণচর উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের ভূইয়ারহাট বাজারে আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। সূত্রমতে, গত জুন মাসে জমিতে হাস পড়াকে কেন্দ্র করে নৃশংসভাবে আলমগীরের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশিয় অস্ত্র নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে আমেনা বেগমকে।এ ঘটনায় নিহতের ছেলে শেখ ফরিদ জানান, মামলার ৫ মাস পার হলেও এখন পর্যন্ত মামলার প্রধান আসামী সহ গ্রেফতার হয়নি অন্য আসামীরা। আরও জানা গেছে, তারা নানাভাবে আমাদেরকে হুমকি দিয়ে আসছে। এতে নিরাপত্তাহীনতায় আমি ও আমার পরিবার। প্রশাসনের কাছে আমাদের জোর দাবী জানাই, আসামীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১৫৬ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন সূবর্ণচর-নোয়াখালীহত্যা মামলা