সেনবাগে বন্দুকযুদ্ধে নিহত শিশু ধর্ষণ মামলার আসামি ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০ নোয়াখালী সংবাদদাতা: গ্রেপ্তার হওয়ার পর নোয়াখালীর সেনবাগে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন শিশু ধর্ষণ মামলার আসামি মিজানুর রহমান (৪০)। সোমবার (১৫ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার ছাতারপাইয়া পূর্ববাজারে সোনাকান্দী এলাকায় বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, গ্রেপ্তার মিজানকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে তার অনুসারীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এ সময় পালাতে গিয়ে অনুসারীদের গুলিতেইতিনি প্রাণ হারান। এ সময় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন। সোনাইমুড়ী পৌর এলাকার নাওতলা গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের বিরুদ্ধে গত ১৩ জুন, শনিবার রাতে এক বেকারি শিশু শ্রমিককে ধর্ষণের ঘটনায় বেকারির মালিক থানায় অভিযোগ করেন। পরে গতকাল বিকালে তাকে আটক করে পুলিশ। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানিয়েছেন, আটক মিজানুর রহমানকে নিয়ে সোমবার রাত সোয়া ২টার দিকে সেনবাগ উপজেলায় ছাতার পাইয়া পূর্ব বাজারে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় তার অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এর একপর্যায়ে পালাতে গিয়ে মিজান নিহত হয়। পুলিশের দাবি, এসময় সেনবাগ থানা পুলিশ সদস্য রসুল মীর, পিয়াস সরকার ও পিপল আহত হয়েছে। তাদের সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি, ২ রাউন্ড গুলি, ১টি ধারালো ছোরা উদ্ধার করেছে। নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা। ভুলুয়া বাংলাদেশ/এমএএইচ পোস্টটি দেখা হয়েছে- ১৩৩ শেয়ার করুন অপরাধ শেয়ার করুন