সেবামূলক কাজে বেনাপোল পৌর ছাত্রলীগের নেতাকর্মী সেবামূলক কাজে বেনাপোল পৌর ছাত্রলীগের নেতাকর্মী ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০ এসএম স্বপন(বেনাপোল প্রতিনিধি): সেবামূলক কাজে নিজেদেরকে সম্পৃক্ততা করলেন যশোর এর বেনাপোল পৌর ছাত্রলীগের নেতা-কর্মীরা। জানা গেছে, বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি আল মামুন জোয়ারদার ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান এর নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা বেনাপোল বাজার থেকে বর্ডার পর্যন্ত আইল্যান্ডের ওপরে আম্পান ঝড়ে দুমড়ে মুচড়ে পড়া বিলবোর্ড মেরামত করা, পথচারীদের নির্বিঘ্নে চলাচলে সুবিধার্থে ও দুর্ঘটনা এড়াতে মেইন রাস্তার দিকে যে এঙ্গেল বের হয়ে আছে, সেগুলো ঠিক করেছেন। এ ছাড়া আইল্যান্ডে যেই ফুলের টব গুলো যে এলোমেলো পড়ে আছে সেগুলো পূনরায় মেরামত করাসহ আইল্যান্ডে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁর কাঁটা’গুলো তারা মেরামত করে দিয়েছেন। এ বিষয়ে নেতা-কর্মীরা বলেছেন, বেনাপোলবাসী তথা পথচারীদের চলাচলের সুবিধার্থে,তারা কোনো পারিশ্রমিক ছাড়া নিজ উদ্যোগে পৌর ছাত্রলীগ’ এর পক্ষ থেকে এই কাজে নিজেদেরকে সম্পৃক্ত করছেন। ভবিষ্যতে এমন সেবামূলক আরও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১৪৮ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন পৌর ছাএলীগযশোর-বেনাপোল