সোনাইমুড়ীতে ফেনসিডিল'সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সোনাইমুড়ীতে ফেনসিডিল’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০ বুরহান উদ্দিন (নোয়াখালী প্রতিনিধি): নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানা পুলিল বুধবার (২৯ জুলাই) দিনগত রাতে অভিযান চালিয়ে ৬৬ বোতল ফেনসিডিল’সহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মো. রাসেল (৩৫) জেলার সুধারাম থানা সোনাপুর গ্রামের শফিকুল্লাহর ছেলে। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) রাত ৯টায় সোনাইমুড়ী থানাধীন বগাদিয়া হাবিব মিয়ার নতুন বাড়িতে অভিযান চালিয়ে ৬৬ বোতল নিষিদ্ধ ফেনসিডিল’সহ মো. রাসেলকে গ্রেফতার করা হয়। অভিযানে ওসির নেতৃত্বে এসআই উজ্জল চন্দ্র বিশ্বাস, সাইমন চাম্বুগং, মিদন মিয়া, ফারুক হোসেন, এএসআই আলামিনসহ সঙ্গীয় পুলিশ অংশগ্রহণ করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রসঙ্গত; সোনাইমুড়ী থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন যোগদানের পর থেকে নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের নির্দেশ মোতাবেক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে আসছেন। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১৬০ শেয়ার করুন অপরাধ শেয়ার করুন গ্রেফতারমাদক ব্যবসায়ি