সোনাইমুড়ীতে বিদ্যুৎপৃৃষ্টে যুবকের মৃত্যু

সোনাইমুড়ী বিদ্যুৎপৃৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২০

বুরহান উদ্দিন (নোয়াখালী প্রতিনিধি): নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বিজয় নগর গ্রামের ছাগলের জন্য কাঁঠাল পাতা ছিঁড়তে গিয়ে আসলাম হোসাইন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়।

ঘটনাটি ঘটে সোমবার আনুমানিক সকাল ৮ টায়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মুকিল্যা গ্রামে বাসা বাড়া থাকার সুবাদে মুকিল্যা প্রাইমারী স্কুলের পাশে সকালে নিজের ছাগলের জন্য কাঁঠাল পাতা ছিঁড়তে গিয়ে বিদুৎ এর তারে হাত লেগে বিদ্যুৎ স্পর্শ হয়ে পড়ে যায়।

পরে তাকে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করে।
নিহত আসলাম হোসাইন বিজয় নগর গ্রামের বাদশা মিয়া ব্যাপারী বাড়ির আফাজ উদ্দিনের ছেলে। সে সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসা থেকে সদ্য এসএসসি পাশ করে।
প্রত্যক্ষদোষীরা জানান,মুকিল্যা প্রাইমারি স্কুলের পাশের বিদুৎ এর তার গুলো খুব নিচু হওয়ার কারনে এই ঘটনা ঘটতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, ঘটনার খবর শুনে সোনাইমুড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে ফোর্স মেটামের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ভুলুয়াবিডি/এএইচ

নিউজটি শেয়ার করুন।