সোনার বাংলা-উপকূল এক্সপ্রেস যাত্রী সংকটে বন্ধ

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০

দেশের চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যাত্রী সংকটে পড়ায় শনিবার থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের ‘সোনার বাংলা এক্সপ্রেস’ এবং রোববার থেকে ঢাকা-নোয়াখালী রুটের ‘উপকূল এক্সপ্রেস’ চলাচল বন্ধ হয়ে যাবে। শুক্রবার (১৯ জুন) ট্রেন দু’টি বন্ধের এ তথ্য জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশব্যাপী সাধারণ ছুটির সঙ্গে গত ২৪ মার্চ বন্ধ হয়ে যায় সব যাত্রীবাহী ট্রেন। সাধারণ ছুটি শেষে ৩১ মে থেকে সীমিত পরিসরে আটটি ট্রেন চলাচল শুরু হয়। ২ জুন থেকে চালু হয় আরও ১১টি ট্রেন। সামাজিক দূরত্ব রক্ষায় ট্রেনে অর্ধেক আসন খালি রাখা হচ্ছে। সব টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে।

এমন পরিস্থিতিতে ট্রেনের ধারণ ক্ষমতার অর্ধেক টিকিটও বিক্রি হচ্ছে না। ইন্টারনেট সুবিধার বাইরে থাকা জনগোষ্ঠী টিকিট কাটতে পারছেন না।

করোনার বিস্তার রোধে ‘রেড জোন’ এলাকায় ছুটি ঘোষণা করায় যাত্রী সংখ্যা আরও কমেছে। এ কারণে এ দু’টি ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। ট্রেন দু’টি বন্ধের সিদ্ধান্ত জানিয়ে এক চিঠিতে বলা হয়েছে, এ সিদ্ধান্ত সাময়িক। যাত্রী বাড়লে ফের ট্রেন দু’টি চালু হবে। আর যাত্রী না পাওয়া গেলে, চলমান ১৭টি ট্রেনের কয়েকটিও বন্ধ হওয়ার সম্ভবনা রয়েছে।

ভুলুয়াবিডি/এএইচ