সৌদির আরমকো বাড়িয়েছে জ্বালানি তেলের দাম ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, জুন ১১, ২০২০ সৌদিআরব প্রতিনিধি: বিশ্বজুড়ে মাহামারি ক্লান্তিকালে সৌদির আরমকো বৃহস্পতিবার (১১ জুন) থেকে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। সৌদির প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্যটি নিশ্চিত করেন। সৌদি দেশটিতে পেট্রোল ৯১ এর দাম প্রতি লিটারে ০.৯০ পয়সা, যা পূর্বে ছিলো ০.৬৭ পয়সা। পেট্রোল ৯৫ এর দাম প্রতি লিটারে ১.৮ পয়সা, যা পূর্বে ছিলো ০.৮২পয়সা। এদিকে, সৌদি আরমকো গত মাসের সোমবার (১১ মে) কারফিউ দেওয়ার কারণে জ্বালানির দাম কমিয়েছিলো।সৌদি আরবে করোনা সংক্রামিত হওয়ার পূর্বে পেট্রোল ৯১ এর দাম ছিলো ১ রিয়াল ৩১পয়সা এবং ৯৫এর দাম ছিলো ১রিয়াল ৭৫পয়সা। প্রাণঘাতী করোনর (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে গত ১১মে দাম কমালেও ফের আজ বৃহস্পতিবার থেকে আবার বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। ভুলুয়া বাংলাদেশ/এমএএইচ পোস্টটি দেখা হয়েছে- ১৮১ শেয়ার করুন আন্তর্জাতিক শেয়ার করুন