স্বাস্থ্য সেবায় অনিয়ম, বৈঠক ৯ আগস্ট: স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য সেবায় অনিয়ম, বৈঠক ৯ আগস্ট: স্বাস্থ্য মন্ত্রণালয় ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৭:৪০ পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২০ করোনা ভাইরাস পরীক্ষায় ব্যাপক অনিয়ম হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ সমালোচনা মুখে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে আগামী ৯ আগস্ট বেলা ১১টায় সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে সভা ডাকা হয়েছে। এতে বিভিন্ন বেসরকারি হাসপাতাল,ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের নেতৃবৃন্দের সঙ্গে এ বৈঠক হবে। মঙ্গলবার (২৮ জুলাই) সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। এতে বলা হয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বর্তমান অবস্থায় জনমানবের সেবা প্রদানে আরও মানবিক হওয়া নিয়ে আলোচনা করা হবে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত কোভিড-১৯ চিকিৎসার অনিমের অভিযোগের ভিত্তিতে বেসরকারি হাসপাতাল/ক্লিনিক/ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, কোভিড-১৯ পরীক্ষায় অনিয়মের বিষয়ে প্রতিবেদন, বিভিন্ন বেসরকারি হাসপাতাল/ক্লিনিক/ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন কার্যক্রম পরিচালনার বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ), স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন, মেডিক্যাল কলেজ ওনার্স অ্যাসোসিয়েশন, প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে সভায় ডাকা হয়েছে। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ৫৫ শেয়ার করুন জাতীয় শেয়ার করুন স্বাস্থ্য মন্ত্রণালয়