ফাইল: ছবি হজের যাওয়া নিবন্ধনকারীরা টাকা ফেরত পাবেন ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০ করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে সৌদিআরবে হজে যাওয়া না গেলেও হজে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন, তারা টাকা ফেরত পাবেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ জুন) ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেছেন, নিবন্ধনের টাকা ব্যাংক হিসেবে সুরক্ষিত রয়েছে। যারা টাকা ফিরিয়ে নিতে চাইবে তাদের কাছে টাকা ফেরত দেয়া হবে। আবার যদি কেউ এই বছরের টাকা পরের বছরের হজের জন্য রাখতে চান, তবে সেটিও সম্ভব। অর্থ ফেরত দেয়ার বিষয়ে কোনো সমস্যা হবে না কারণ মন্ত্রণালয় বিষয়টি পর্যবেক্ষণ করছে। এদিকে, করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে এ বছর খুব সীমিত পরিসরে হজ পালনে সৌদি সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তকে বাংলাদেশ সঠিক বলে মনে করে। ভুলুয়াবিডি/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ১০৮ শেয়ার করুন ইসলাম শেয়ার করুন