হবিগঞ্জে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যায় স্বামীকে আটক ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৩:২৯ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২০ হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে স্ত্রী মাছুমা আক্তারকে (৩২) আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে তার স্বামী আল আমিন মিয়াকে (৪২) আটক করেছে পুলিশ। আজ রবিবার (৭ জুন) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত মাছুমা আক্তার মারা যান। এর আগের দিন (৬ জুন) বিকেলে মাধবপুরের আউলিয়াবাদে স্বামীর গৃহে আগুনে পুড়ে গিয়ে আহত হন মাছুমা আক্তার। আহত অবস্থায় তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় রবিবার দিনগত রাতে মাধবপুর থানা পুলিশ আল আমিনকে তার বাড়ি থেকে আটক করেছে। আল আমিন উপজেলার আউলিয়াবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে। সে পেশায় রাজমিস্ত্রী। এলাকাবাসী জানায়, আলামিন ২০০৮ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বালিয়াহুড়া এলাকার বাসিন্দা মাছুমাকে বিয়ে করে। বিয়ের পর তাদের কোলজুড়ে আসে দুই মেয়ে ও এক ছেলে। নিহত মাছুমার ভাই মনির মিয়া জানান, ৬ জুন বিকেলে তার বোন মাছুমার শরীরে আগুন ধরিয়ে দেয় স্বামী আল আমিন। কারণ আল আমিন দীর্ঘদিন ধরে অন্য এক নারীর সাথে গোপনে প্রেম করে আসছে।এর প্রতিবাদ করার জন্য মাছুমাকে আগুনে পুড়িয়ে হত্যা করে আল আমিন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, নিহত মাছুমার স্বামী আল আমিন মিয়াকে আটক করা হয়েছে। ভুলুয়া বাংলাদেশ/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ১১১ শেয়ার করুন অপরাধ শেয়ার করুন