হাতিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড হাতিয়ায় অগ্নিকাণ্ডে ১৫ দোকান ভস্মীভূত, অগ্নিদগ্ধ দুই জনের মৃত্যু ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২০ নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালী জেলা দ্বীপ উপজেলা হাতিয়ার বয়ারচরের চেয়ারম্যানঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ টি দোকান ভস্মীভূত হয়ে অগ্নিদগ্ধে ২ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও সর্বশেষ মাইজদী থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে অগ্নিকাণ্ডে অগ্নিদ্বগ্ধ খালেদ (৭০) নামে ১ জনকে আশংকাজনক অবস্থায় প্রথমে নোয়াখালীর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য অগ্নিদগ্ধ খালেদকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। নিহতরা হচ্ছে, বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী পৌরসভার গনিপুর গ্রামের বাসিন্দা মহিবুল ইসলাম নিপু (৩৭), হাতিয়া উপজেলার দরবেশ বাজার এলাকার সুগন্ধর মিয়ার ছেলে রহমত (৩৬)। আগুনে পুড়ে মারা যাওয়া দু’জনের মধ্যে একজন প্রত্যক্ষদর্শী ও অল্পের জন্য মৃত্যু থেকে বেঁচে যাওয়া শহিদ জানান, রাতে তিনিসহ মোট পাঁচজন ছিলেন নিপুর তেল দোকানে। দোকানের মালিক নিপুসহ তিনজন দোকানের পিছনে বসে হিসাব নিকাশ করছিলেন, সামনে ছিল ২জন। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ বিদ্যুতের ট্রান্সমিটার বাস্ট হয়ে নিপুর তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে এলাকাবাসী, পরে খবর পেয়ে সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিস ও সর্বশেষ মাইজদী থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় নিপুর তেল দোকান থেকে দুইজনের কঙ্কাল উদ্ধার করা হয়। তবে কঙ্কাল দুটি পুড়ে ছাঁই হওয়ার কারনে চেনা যাচ্ছিল না। কঙ্কাল দুটি সি-ট্রাকের ঘাট ম্যানেজার মহিবুল ইসলাম নিপু এবং তার দোকান কর্মচারী রহমত উল্যার বলে ধারণা করছেন স্থানীয়রা। পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তেল, মুদি, মোবাইল, ওষুধ, স্পিড বোর্ডের যন্ত্রাংশের সামগ্রীসহ বিভিন্ন পণ্যসামগ্রীর দোকান। সুবর্ণচর উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. নুরনবী জানান, আগুনের খবর পেয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালালে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে দুই জন দ্বগ্ধ হয়ে মারা যায় বলেও তিনি জানান। তবে এ মুহূর্তে ক্ষতির পরিমাণ অনুমান করা সম্ভব হয়নি। হাতিয়া থানার ছারপোকা কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জেলা ফায়ার সার্ভিস স্টেশন ও সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশন এর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন। ভুলুয়াবিডি/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ১১১ শেয়ার করুন অস্বাভাবিক দুর্ঘটনা শেয়ার করুন