হারানো মোবাইল উদ্ধার করে দিল ওসি বদরুল আলম ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২০ এসএম স্বপন,যশোর: আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় যশোরে শার্শার মাঠপাড়া গ্রামের আবদুস সোবাহান-এর ছেলে রাজু হোসেন নামে এক গ্রাহকের হারানো মোবাইল উদ্ধার করল শার্শা থানার ওসি বদরুল আলম খান। গত সোমবার (১ জুন) দিনগত রাতে উদ্ধারকৃত মোবাইল ফোনটির প্রকৃত মালিক রাজু হোসেনের নিকট ফোনটি হস্তান্তর করেন শার্শা থানা ওসি ওসি বদরুল আলম। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, গ্রাহকের অভিযোগের বিষয়টি অত্যান্ত গুরুত্বের সাথে বিবেচনা করে অভিযান চালানো হয়। এসময় হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি এক ব্যক্তি কিনলে, তার থেকে উদ্ধার পূর্বক ফোনের প্রকৃত মালিক রাজুকে থানায় ডেকে এনে ফোনটি ফেরত দেওয়া হয়। তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু। শার্শা থানার অধীনে কোন জনসাধারণ সমস্যায় পড়লে, আমাকে জানালে আমি তাৎক্ষণিকভাবে তা সমাধানের জন্য পদক্ষেপ নেব। ভুলুয়া বাংলাদেশ/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ২০৯ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন