১১ জুন চালু হচ্ছে যশোর রুটে ফ্লাইট

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জুন ৯, ২০২০

করোনার (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ ৬৯ দিন পর ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে চালু হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল।

এবার যশোর বিমানবন্দরও খুলে দেয়া হলো। আগামী ১১ জুন (বৃহস্পতিবার) থেকে চালু হচ্ছে যশোর রুটের ফ্লাইট চলাচল। বেবিচক চেয়ারম্যান মো. মফিদুর রহমান বলেন, ১১ জুন থেকে যশোর রুটে নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, করোনা (কোভিড-১৯) মোকাবেলায় স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা মেনে বিমান যোগাযোগ চালু করতে বিমানবন্দরগুলোতে চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামের প্রয়োজন হয়।

মফিদুর রহমান বলেন, আমরা স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ থেকে সাপোর্টটা পাচ্ছিলাম না বলে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দিতে পারছিলাম না। সৈয়দপুর এটা নিশ্চিত করেছিল বলেই ফ্লাইট চলাচলের অনুমতি পেয়েছে। যশোর এটা নিশ্চিত করবে বলে জানানোয় তারা ফ্লাইট চলাচলের অনুমতি পেল।

কক্সবাজার এখন পুরোপুরি লকডাউনে রয়েছে জানিয়ে তিনি বলেন, রবিশাল ও রাজশাহী থেকেও এই সাপোর্টটা পেলে আমরা সেখানেও ফ্লাইট চলাচলের অনুমতি দেব।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে দীর্ঘ ৬৯ দিন বন্ধ থাকার পর ১ জুন ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও সৈয়দপুর বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের জন্য খুলে দেয়া হয়। সেদিন থেকেই ফ্লাইট চলাচল শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বাংলাদেশে চারটি এয়ারলাইন্স কোম্পানিই অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে থাকে। তবে ২০ মার্চ থেকে তিন মাসের জন্য ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে রিজেন্ট এয়ারওয়েজ।

এক্ষেত্রে এখন শুধুমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সই ফ্লাইট পরিচালনা করতে পারবে।

 

ভুলুয়া বাংলাদেশ/এএইচ