১২’শ বাংলাদেশি দেশে ফিরলেন মালদ্বীপ থেকে ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২০ মালদ্বীপ প্রতিনিধি: মহামারি করোনার প্রাদুর্ভাবে এশিয়ার পর্যটক দেশ মালদ্বীপ দেশটির বিভিন্ন আইল্যান্ড থেকে মঙ্গলবার (২৬ মে) দেশে ফিরেছেন অনিয়মিত হিসেবে সম্প্রতি চিহ্নিত ১২’শ বাংলাদেশি। মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশ হাইকমিশনের জরুরি এক নোটিশে বিষয়টি জানানো হয়েছে। আগামী ৫ জুনের মধ্যে আরও ৩-৪টি ফ্লাইটে করে অনেক শ্রমিক দেশে ফিরবেন বলেও দূতাবাস সূএে জানা যায়। পাশাপাশি নিয়মিত ফ্লাইট চলাচল পুনরায় শুরু হলে বৈধ- অবৈধ বাংলাদেশি শ্রমিকদের দেশে ফেরার জন্য অনুমতি দেওয়া হবে। সারা বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) মানুষ যেন সব সবকিছু হারিয়ে গতিপথ খুঁজতে অজানার পথ অতিক্রম করছেন। এ থেকে যেন নিস্তার নেই কারো। এখন পর্যন্ত মালদ্বীপের বিভিন্ন আইল্যান্ডে লোকাল এবং পর্যটক মিলিয়ে আক্রান্ত হয়েছেন মোট এক হাজার ৩৯৫ জন। আর করোনায় মারা গেছেন এ পর্যন্ত মাত্র ৪ জন। ভুলুয়া বাংলাদেশ/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ২৫২ শেয়ার করুন আন্তর্জাতিক শেয়ার করুন