১৬ র্যাব সদস্য করোনায় আক্রান্ত ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, জুন ১, ২০২০ সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জে নতুন ১৬ জন র্যাব সদস্যসহ আরও ২১ জন করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। গতকাল রবিবার (৩১ মে) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১২৪ জনের নমুনা পরীক্ষা করা হলে ২১ জনের করোনা শনাক্ত হয়েছছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬৫ জন। এ প্রসঙ্গে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেছেন, সুনামগঞ্জে রোববার ২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬ জনই র্যাব সদস্য। এ ছাড়াও সুনামগঞ্জ সদর উপজেলার ১ জন, ছাতক ২ জন, দোয়ারাবাজার ১ জন ও জগন্নাথপুর উপজেলার একজন আক্রান্ত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্ত ১৬৫ জনের মধ্যে পুলিশ সদস্য রয়েছেন ২১ জন ও র্যাব সদস্য রয়েছেন ১৭ জন। এখন পর্যন্ত করোনায় সুনামগঞ্জে কেউ মারা যায়নি। সুস্থ হয়েছেন ৬১ জন। ভুলুয়া বাংলাদেশ/এএইচ পোস্টটি দেখা হয়েছে- ৯২ শেয়ার করুন করোনা আপডেট শেয়ার করুন