২৪ ঘণ্টায় ১৯ মৃত্যু.... ২৪ ঘণ্টায় ১৯ মৃত্যু,শনাক্ত ১২৩৪ ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৩৭৮ জনে। এছাড়া, নতুন করে ১ হাজার ২৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ৬ হাজার ১০২ জনের। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৩৪৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৬ হাজার ৬৯০ জন। মৃতদের মধ্যে পুরুষ ১৫ জন, নারী ৪ জন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের রয়েছে ঢাকায় ১১ জন, চট্টগ্রামে ৪ জন, খুলনায় ১ জন, ময়মনসিংহে ৩ জন। উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ১৭৯ শেয়ার করুন করোনা আপডেট শেয়ার করুন করোনাভাইরাস আপডেটবাংলাদেশ