৪ কোটি টাকার ব্রিজে অনিয়ম-দুর্নীতি ভুলুয়া বাংলাদেশ ভুলুয়া বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: ৬:৩৩ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২০ নিজস্ব প্রতিবেদক (নোয়াখালী): নোয়াখালী-কোম্পানিগঞ্জ ও ফেনীর সোনাগাজীর মধ্যবর্তী জায়গা পশ্চিম চরদরবেশ ৭ নং ওয়ার্ড আহসান মাঝির ঘাট সংলগ্ন ব্রিজের ৪ কোটি টাকার কাজের চরম অনিয়ম ও দুর্নীতি। এ ছাড়া ব্রিজের কাজে নিন্মমানের উপাদান সামগ্রী দিয়ে কাজ করা এবং দুই পাড়ের (এক পাড় পশ্চিম চরদরবেশ আরেকপাড় মুচাপুর ছোটধলী) সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তির শিকার হয়ে প্রতিনিয়ত কষ্ট করতে হচ্ছে। জরুরি মূহুর্তেও যাতায়াতে কষ্ট করতে হচ্ছে সবাইকে। বিশেষ করে রাতের বেলা জরুরি মূহুর্তে কেউ ওই (ছোট ধলীর) পাড়ে গিয়ে চিকিৎসা সেবা কিংবা জরুরি মূহুর্তে যাতায়াত করতে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। ব্রিজের কাজের এমন অনিয়ম বিষয়ে প্রকল্প কন্ট্রাক্টর সোহেলকে মুঠোফোনে জিজ্ঞেস করা হলে তিনি জানান, কাজ চলমান তাই মানুষের কষ্ট হচ্ছে। তবে সহসা এই কষ্ট ভোগান্তি শেষ হয়ে যাবে। তিনি আরও বলেন, মানুষের যাতায়াতের জন্য দ্রুত উনি প্রদক্ষেপ নিবেন। যদিও উনি এর আগে কোনো প্রদক্ষেপ নেয় নি, কিন্তু সাংবাদিকদের উপস্থিতিতে তিনি ৭ দিনের সময় নিয়ে অতি দ্রুত সমস্যা দূর করার জন্য ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন। স্থানীয় একাধিক জনসাধারণের সাথে কথা হলে তারা জানান, এভাবে বাঁশের সাঁকো দিয়ে পার হতে অসংখ্য মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ন। তা ছাড়া ৫ মিনিটের রাস্তা ঘুরে যেতে সময় লাগে ১ঘন্টা। এতে করে সময় নষ্ট হচ্ছে, মানুষেরও কষ্ট করতে হচ্ছে। জরুরিভাবে বা জরুরি মূহুর্তেও ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। এ বিষয়ে অত্র ইউনিয়নের (চরদরবেশ) চেয়ারম্যান ভুট্টু’কে জিগ্যেস করা হলে উনি বলেন, আমি ব্যর্থ চেয়ারম্যান। যদি কেউ পারে তাহলে এটির সমাধাণ করে দিক (যার কল রেকর্ড একজন সাংবাদিকের কাছে সংরক্ষিত রয়েছে)। ভুলুয়াবিডি/এএইচ নিউজটি শেয়ার করুন। পোস্টটি দেখা হয়েছে- ৩৪০ শেয়ার করুন সারা বাংলা শেয়ার করুন অনিয়ম-দুর্নীতি